১৬ জানুয়ারি : ঘুড়ির সুতো জড়িয়ে যাওয়ায় মৃত্যু হলো এক নাবালকের। সাইকেল চালানোর সময়ে ওই নাবালকের গলায় সুতো জড়িয়ে যায়। মর্মান্তিক এই ঘটনা গুজরাটের সুরাট জেলায়।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে সুরাটের আনন্দ ভিলায়। মৃতের নাম রেহনাশ বোরসে (৮)। নিজেদের আবাসন চত্বরের মধ্যেই আরও এক নাবালকের সঙ্গে সাইকেল চালাচ্ছিল সে। তখনই ঘুড়ির মাঞ্জা সুতো তার গলায় পেঁচিয়ে যায়।
রনদের থানার আধিকারিক আর জে চৌধুরী জানিয়েছেন, ঘুড়ির সুতো গলায় জড়িয়ে যেতেই সাইকেল থেকে পড়ে যায় রেহনাশ। এর জেরেই তার মৃত্যু হয়। তিনি জানান, ঘুড়ির ওই সুতো এতটাই ধারালো ছিল যে তাতে ওই নাবালকের গলার অনেকটা কেটে গিয়েছিল।
মকর সংক্রান্তির দিনে, গুজরাট-সহ বিভিন্ন রাজ্যে ঘুড়ি ওড়ানোর চল আছে। বুধবারই, সুরাটের চন্দ্রশেখর আজাদ উড়ালপুলে ঘুড়ির সুতোর কারণে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের। মকর সংক্রান্তির দিনে, স্ত্রী এবং সাত বছর বয়সি মেয়েকে নিয়ে মোটর সাইকেলে করে ঘুরতে গিয়েছিলেন রেহান। উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময়ে আচমকাই একটি ঘুড়ির সুতো রেহানের গলায় পেঁচিয়ে যায়। তা ছাড়াতে গিয়ে তিন জনই নীচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেহান এবং তাঁর মেয়ের। বৃহস্পতিবার মারা গিয়েছেন তাঁর স্ত্রী।



