ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

১৬ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন। নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল এটি। প্রায় এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে বৈঠক করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন মাচাদোর নেই বলে মনে করেন তিনি। মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এ প্রতিযোগিতা চলছে।

চলতি মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে, দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে। তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।
সূত্র : রয়টার্স, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *