বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : চিকিৎসকের কাছে যাবেন বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি দুই সন্তানের জননী। এ ঘটনাটি সোনাইয়ের সৈদপুর পঞ্চম খণ্ডের মতিবুর রহমান লস্করের পরিবারে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরণ জানিয়ে স্বামী মতিবুর রহমান লস্কর শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, প্রতিদিনের মতো ১৩ জানুয়ারি তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিনারা বেগম লস্কর (৩২) চিকিৎসকের কাছে যাবেন বলে বাড়ি থেকে বের হন। তবে ওইদিন বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মধ্যে খোঁজখবর নেওয়া হয়। কিন্তু কোথাও তাঁর কোনও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে থানার দ্বারস্থ হন স্বামী। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারটি উৎকণ্ঠায় রয়েছে।
চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার



