মেঘালয়ে বিএসএফের হাতে চুরির বাইক সহ ধনেহরির যুবক আটক
হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : মেঘালয়ের উমকিয়াংয়ে চুরির বাইক সহ সোনাই ধনেহরির যুবককে আটক করল বিএসএফ। সোমবার সীমান্তে বিএসএফ জওয়ানরা ধনেহরির সাহাজান হুসেন লস্কর নামের যুবককে আটক করে। চুরি হওয়া বাইকটি উদ্ধার করে।
জানা যায়, পালংঘাট থেকে চুরি হওয়া বাইকটি বাংলাদেশে পাচার করতে সীমান্তে পৌছলে মেঘালয়ে ১৭২ নং বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। আরও জানা যায়, পালংঘাট এলাকার শান্তি আশ্রমের কাছে হেমন্তকুমার রায়ের এআর ১৬ এ ৩৪৬৬ নম্বরের একটি পালসার বাইক রবিবার দুপুর ১২টা নাগাদ নিজের বাড়ির গেটের সামনে থেকে চুরি হয়ে যায়। বাইকটি না পেয়ে বাইকের মালিক পালংঘাট থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। পালংঘাট থানা বাইকের নম্বরটি নথিভূক্ত করে বিভিন্ন জায়গায় জানিয়ে দেয়। মেঘালয়ের উমকিয়াংয়ে ধরা পড়ে বাইক সহ চোর শাহাজান।
খবর পেয়ে সোমবার সকালে পালংঘাট থানা থেকে জালাল উদ্দিন বড়ভূইয়া এবং উজ্জ্বলকান্তি দেব সহ বাইকের মালিক ছুটে যান মেঘালয়ে। সেখানে গিয়ে বাইক সহ শাহাজান হুসেন লস্করকে সমঝে পালংঘাট থানায় নিয়ে আসেন। থানায় চোরকে জিজ্ঞাসাদের পর চোরের স্বীকারোক্তিতে জানা যায় চুরি হওয়া আরও বাইক মেঘালয়ে রয়েছে। পালংঘাট থানার আইসি ও সোনাই থানার ওসি সহ কাছাড়ের জেলা পুলিশের নেতৃত্বে সোমবার রাতে আবার চোরকে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়।