শিলচরে একমাত্র বামপন্থী প্রার্থী প্রভাস সরকারের জোরদার প্রচার

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর লোকসভা কেন্দ্রের একমাত্র বামপন্থী প্রার্থী তথা এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী প্রভাসচন্দ্র সরকারের সমর্থনে জোরদার প্রচার চলছে। লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী সভা  সহ ঘরে ঘরে প্রচারাভিযান চালাচ্ছেন দলীয় কর্মীরা।

মঙ্গলবার ফুলেরতল ও বাঁশকান্দিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ময়ূখ ভট্টাচার্য, জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায় ও প্রার্থী প্রভাসচন্দ্র সরকার। ময়ূখ ভট্টাচার্য বলেন, এই নির্বাচন এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গোটা দেশের সঙ্গে এই অঞ্চলের জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার পর থেকেই এই এলাকার জনগণ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও রাজ্যের উগ্র- প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তের শিকার। বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার মর্যাদা ও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক অপচেষ্টার ইতিহাস সর্বজনবিদিত। কাছাড় জেলার কয়েক লক্ষ নাগরিক সহ রাজ্যের ২৭ লক্ষ নাগরিকের আধার কার্ড আটকে রাখা ও ১৯ লক্ষ নাগরিকের নাম এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত না করা সেই চক্রান্তেরই ফসল। ২০১৪ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বিদেশি ঘোষিত হওয়ার আতংকে আত্মহত্যাকারী ‘ডি’ ভোটার অর্জুন নমশূদ্রের নাম ধরে বলেছিলেন তাঁর দল ক্ষমতায় এলে কাউকে আর নাগরিকত্বের সমস্যায় মৃত্যবরণ করতে হবে না। অথচ বিজেপি সরকারের আমলেই রাজ্যের ভাষিক সংখ্যালঘু বহু নাগরিক এনআরসি আতঙ্কে আত্মহত্যা করে এবং ডিটেনশন ক্যম্পে বন্দি অবস্থায় বিনা চিকিৎসায় মারা যায় যাদের মধ্যে হাইলাকান্দির বুলু শব্দকর, শোণিতপুরের দুলাল পাল, নলবাড়ি জেলার ফালু দাস প্রমুখ রয়েছেন।

শিলচরে একমাত্র বামপন্থী প্রার্থী প্রভাস সরকারের জোরদার প্রচার
সোনাবাড়িঘাটে বক্তব্য রাখছেন সুব্রতচন্দ্র নাথ।

শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার ২০১৯ সালের নির্বাচনের প্রাক্কালে শরনার্থীদের নাগরিকত্ব প্রদানে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করলেও এই আইনের ধারা শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার বদলে কেড়ে নিতে পারে বলে আইনজীবীরা আশঙ্কা ব্যক্ত করছেন।

শিলচরে একমাত্র বামপন্থী প্রার্থী প্রভাস সরকারের জোরদার প্রচার
ঘরে ঘরে প্রচারের মূহুর্ত।

অধ্যাপক অজয় রায় বলেন, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার অর্ধ শতাধিক বছর পরেও নিফ্রোলজি, ইউরোলজি, হেমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়নি। যেগুলো রয়েছে তাতেও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার মত যথেষ্ট সংখ্যক চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীর অভাব। এও বলেন, বদরপুর থেকে লক্ষীপুর পর্যন্ত বরাক নদীর অংশকে জাতীয় জলপথ ঘোষণা করে শত শত কোটি খরচ করা হলেও সেই জলপথের ভবিষ্যত অনিশ্চিত। তাঁরা সমস্যাগুলো তুলে ধরে বলেন সংসদের ভেতরে ও বাইরে তীব্র আন্দোলন গড়ে তুলতে এসইউসিআই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, দলের পক্ষ থেকে  বাগবাহার চা বাগান, ধোয়ারবন্দ ও সোনাবাড়িঘাটে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং পরিতোষ ভট্টাচার্য। সোনাবাড়িঘাটে বক্তব্য রাখেন সুব্রতচন্দ্র নাথ, প্রার্থী প্রভাসচন্দ্র সরকার ও আশু চৌধুরী।

Author

Spread the News