কাছাড়ে নির্বাচনী থিম সঙ, মাসকট, সেল্ফি স্ট্যান্ড, মোবাইল ভ্যানের উদ্বোধন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : ভোটদানে সচেতনতা বাড়াতে কাছাড় জেলায় নির্বাচনী থিম সঙ, নির্বাচনী মাসকট, সেল্ফি স্ট্যান্ড, একটি সচেতনতা মোবাইল ভ্যান ও স্ট্রিট প্লের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। শনিবার জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে জেলা নির্বাচন আধিকারিক  রোহনকুমার ঝা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ‘ডিস্ট্রিক্ট আইকন’ আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক, সুপরিচিত কলামিস্ট গণেশ নন্দী ও লোকসঙ্গীত শিল্পী রুদ্রাণী দাসকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান নির্বাচন আধিকারিক।

কাছাড়ে নির্বাচনী থিম সঙ, মাসকট, সেল্ফি স্ট্যান্ড, মোবাইল ভ্যানের উদ্বোধন

এ দিন কাছাড় জেলা প্রশাসনের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে জেলা নির্বাচন অফিসার রোহনকুমার ঝা বলেন, গতবারের তুলনায় জেলায় এবার ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলার ১৫৫১টি নির্বাচন কেন্দ্রে এবছর ১৩ লক্ষ ভোটাররা তাঁদের মূল্যবান ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন। উৎসবকে সফল করে তুলতে কোনও কসর বাকি রাখেনি কাছাড় জেলা প্রশাসন।

কাছাড়ে নির্বাচনী থিম সঙ, মাসকট, সেল্ফি স্ট্যান্ড, মোবাইল ভ্যানের উদ্বোধন
সচেতনতা মোবাইল ভ্যানের যাত্রার সূচনা।

এবারের লোকসভা নির্বাচনে শতকরা ৮৪ ভাগ ভোট কাস্টিং হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। নির্বাচনকে সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা নির্বাচনী আধিকারিক।

কাছাড়ে নির্বাচনী থিম সঙ, মাসকট, সেল্ফি স্ট্যান্ড, মোবাইল ভ্যানের উদ্বোধন
জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে পথ নাটিকার এক মূহুর্ত।

এ দিন ভোটারদের সচেতন করতে এক পথ নাটিকা অনুষ্ঠিত হয়।

Author

Spread the News