কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস পালন শ্রীকোণায়
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস পালন হল শ্রীকোণায়। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে শ্রীকোণা ডেইলি বাজারে কৃষক সভার পতাকা উত্তোলন করেন সারা ভারত কৃষক সভার শালচাপড়া প্রাথমিক কমিটির সভাপতি সত্যেন্দ্রকুমার দাস। এরপর শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব ও উপস্থিত সবাই। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন সুভাষ দেব। ১৯৩৬ সালের ১১ এপ্রিল উত্তর প্রদেশের লখনউ শহরে সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয়। জন্মলগ্ন থেকেই কৃষক সভা কৃষকদের স্বার্থে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজও সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার প্রতিটি গ্রামে কৃষকরা নানান সমস্যায় জর্জরিত। বর্তমান বিজেপি সরকার কৃষকদের শুধু প্রকল্পই ঘোষণা করছে অন্যদিকে প্রতিটি প্রকল্প থেকে কৃষকরা বঞ্চিত।
মোদি সরকার ২০২২ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো তা আজ স্বপ্নে পরিণত হয়েছে। জলসেচের ব্যবস্থা নেই, সার বীজ সময়মতো কৃষকরা পাচ্ছে না, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা, প্রতিদিন কৃষি সরঞ্জামের দাম বাড়ছে এতে কৃষকরা আরও সমস্যা মুখে পড়েছেন। শুধু তা নয় কৃষি ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সুভাষ। এবারের লোকসভা নির্বাচনে এর জবাব দিবেন কৃষকরা আশা ব্যক্ত করেন তিনি।