ঈদ-উল ফিতর পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন, পাথারকান্দিতে ভিড় লক্ষণীয়
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : দীর্ঘ এক মাস শিয়াম সাধনার শেষে আজ বৃহস্পতিবার ইসলাম ধর্মালম্বী দের প্রধান উৎসব খুশীর ঈদ-উল ফিতর পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন। গোটা দেশজুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা খুশির ঈদ পালনের জন্য প্রস্তুত রয়েছেন এ থেকে পিছিয়ে নেই ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের প্রান্তিক এলাকা পাথারকান্দিতে ঈদ পালানের ব্যাপক প্ৰস্তুতি দেখা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায়। বৃহত্তর এই এলাকার প্রায় সবকটি ছোট বড় ঈদগাহ ময়দানকে যথাসাধ্য ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া এলাকার প্রধান সড়ক বাজার এলাকার সহ অলি গলি সহ মহল্লার স্থানে স্থানে ঈদ মোবরকের শুভেচ্ছা জানিয়ে তোরণ ও ব্যানার লাগানোর কাজও প্রায় শেষ। শান্তিপূর্ণ ভাবে ঈদ উৎসবটি পালনের জন্য স্থানীয় প্রশাসনও সক্রিয় রয়েছে।প্রতিটি এলাকায় বুধবার থেকেই পুলিশের কড়া নজরদারি দেখা গেছে।এদিকে শান্তিপূর্ণ ভাবে ঈদ পালনের জন্য ইতিমধ্যে করিমগঞ্জ জেলার বিভিন্ন ঈদগা কমিটির সভাপতি সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যলয়ের মিটিং হলে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক স্তরে মঙ্গলবার এক সভাও অনুষ্ঠিত হয়।
ভিডিপি কর্মী সহ পুলিশের বিশেষ টিমকেও কাজে নামানো হয়েছে। ঈদের পুরো দিন ধরে প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত থাকবে। বুধবার পাথারকান্দি কটামণি সহ স্থানে স্থানে ঈদের বাজারে প্রচুর ভিড়ও জুটে। তাছাড়া এলাকার কটামণি, ইছারপার, রাধামাধবপুর, ছলামনা, নাগ্রা, মানিকবন্দ, ঝেরঝেরি, উত্তর ঝেরঝেরি, ডেঙ্গারবন্দ, বাজারিছড়া, কালাছড়া, চন্দ্রপুর, লোয়াইরপোয়া, বৈঠাখাল, কাঁঠালতলি, জালালনগর, পাথারকান্দি, হাটখলা, চাঁন্দখিরা, ডেফলআলা, জুড়বাড়ি, কাবাড়িবন্দ, করমপুর, ডেউবাড়ি ও কাসেরগাঁও ঈদগাহ গুলো সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে নয়টার মধ্যে এলাকার সবকটি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
কটামণি ঈদগাহে সকাল সাড়ে সাত টায় সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ পাঠ করাবেন কটামণি বাজার জামে মসজিদের ইমাম মওলানা হেলাল আহমেদ। ইছারপার ঈদগাহে একই সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে নামাজ পড়াবেন মওলানা বদরুল আলম। ডেঙ্গারবন্দে ঈদের নামাজ পরিচালনা করবেন নাইবে আমিরে শরিয়ত মওলানা বদরুল হক এমনি।