থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে ২৮ জন নিহত

১৪ জানুয়ারি : থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে চলন্ত ট্রেনের ওপর ক্রেনটি ভেঙে পড়ে। তখন ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং আরেকটিতে আগুন ধরে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থী ও শ্রমিক বলে বিবিসি থাই সার্ভিসের খবরে উল্লেখ করা হয়েছে। থাই সরকারের তথ্যমতে, ব্যাংকক থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের দিকে যাচ্ছিল। ছেড়ে আসার সময় ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী অবস্থান করছিলেন।

যে ক্রেনটি ভেঙে পড়েছে, সেটি থাইল্যান্ড ও চিনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উচ্চ-গতির রেল প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা যাচ্ছে। কীভাবে সেটি ভেঙে পড়ল, সেটি তদন্ত করে বের করার জন্য রেলওয়ে গভর্নরকে নির্দেশ দিয়েছে থাই সরকার।
খবর : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *