প্রতিষ্ঠা দিবসে কৃষ্ণেন্দুর উপস্থিতিতে বাইক র্যালির পাথারকান্দি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : বিজেপির প্রতিষ্ঠা দিবসে পাথারকান্দি যুবমোর্চা বের করল বিশাল বাইক র্যালি।শনিবার পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে প্রায় সহস্রাধিক যুবাদের নিয়ে বর্ণাঢ্য এক বাইক র্যালির বের হয় পাথারকান্দিতে। এতে বিজেপির পাথারকান্দি মণ্ডল ও মণ্ডল যুবমোর্চার যৌথ উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে এদিন পাথারকান্দি মুণ্ডমালা স্থাীত দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের দিনভরব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা।
পরে কার্যালয়ে উপস্থিত দলের বিভিন্ন পদাধিকারী থেকে শুরু করে তৃণমূলস্তরের কর্মীরা ভারতমাতা, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যয়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তৎপরবর্তীতে মণ্ডলের বিভিন্ন পদাধিকারীদের উপস্থিতিতে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল নেতৃত্বের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তারা প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যয়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো নেতৃত্বের প্রতি সম্মান জানান। এবং আজকের দিনে দলীয় যুবাদের এধরনের আদর্শে অনুপ্রাণিত হবার আহ্বান জানান। পরে বেলা বারোটা নাগাদ দলের মণ্ডল যুবমোর্চা সভাপতি অনিরুদ্ধ মজুমদারের নেতৃত্বে প্রায় সহস্রাধিক যুবাদের উপস্থিতিতে বর্ণাঢ্য এক বাইক র্যালি করে গোটা এলাকা পরিক্রমন করে অবশেষে মণ্ডল কার্যালয়ে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন মণ্ডল প্রভারী প্ৰমথেশ দে, জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, দলের রাজ্যিক সদস্য সঞ্জীব দেবনাথ, যুবমোর্চার পক্ষে পিনাক দাস, বিজয় বণিক, সঞ্জীব সিনহা, রাজেশ দাস, মিন্টু সিনহা প্রমুখ।