তপোবন নগরের জমা জলে প্রায় দু’শ পরিবার নাজেহাল

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর জিপি ও অম্বিকাপুর জিপির মধ্যভাগে অবস্থিত তপোবন নগরের দেবগ্ৰামটিতে বসবাসকারী প্রায় দুই শতাধিক পরিবার বৃষ্টির জমাজলে ডুবে রয়েছে। গত পাঁচ বছর থেকে জমাজলে প্রায় দুই শতাধিক দিনমজুর পরিবারের নাজেহাল পরিবার। এলাকাটি নেই কোনো চলাচল করার উপযুক্ত রাস্তা, নেই বিদ্যুৎ। এর মধ্যে জ্বলন্ত সমস্যা হচ্ছে বৃষ্টির জমাজল। বিগত পাঁচ বছর থেকে আটকে থাকা বৃষ্টির মরসুমে জমা জলের কারণে বসবাসকারীরা নানান রকমের চর্মরোগের দেখা দিচ্ছে। অন্যদিকে ওই সমস্যা নিয়ে স্থানীয় প্রতিনিধি সহ বিধায়ক ও সাংসদের অবগত করা হলেও কোনও ধরনের জমাজলের নিষ্কশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন এই স্থানীয় ভুক্তভোগী জনগণ।

এদিন সংবাদ মাধ্যমে দ্বিজেন্দ্র দাস, মনিন্দ্র দাস, সুপার্তন দাস, রাকেশ দাস, বামাচরণ তালুকদার, অনিল দাস, রতিকান্ত দাস, সবিতা দাস, শ্ররু দাস, উপেন্দ্র দাস, ভানু দাস সহ অন্যান্যরা বৃষ্টির জমাজলের  নিষ্কাশনের অতিসত্বর উপযুক্ত  ব্যবস্থা নেওয়া জন্য অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা আয়ুক্তের কাছে অনুরোধ জানান।

Author

Spread the News