তাপাঙে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা বিজেপিতে  

তাপাঙে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা বিজেপিতে  

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যস্তর থেকে তৃণমূলস্তর পর্যন্ত  দলত্যাগের হিড়িক পড়েছে। মঙ্গলবার তাপাং ব্লকের অন্তর্গত দিগর শ্রীকোণা আলমবাগ জিপির গীতাশ্রম প্রাঙ্গনে বিজেপি দলের এক যোগাদান সভার আয়োজন করা হয়।  সভায় বিভিন্ন রাজনৈতিক দলত্যাগ করে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা বিধায়ক কৌশিক রায়ের হাত ধরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা কাছাড় জেলা বিজেপির উপ-সভাপতি অমিতাভ রায়, গোপাল রায়, বিজেপি নেতা সঞ্জীব দেব, অরিন্দম দত্ত, কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য মনোজিৎ সেনদের হাত ধরে।

কাছাড় জেলা কংগ্রেসের তফসিলি বিভাগের সভাপতি তথা সমাজসেবী সজলকান্তি দাস যোগদান করে বলেন, কংগ্রেস জনগণকে শোষণ করেছে আর বিজেপি দল এই কংগ্রেসের শোষনের রাজনীতি থেকে পরিত্রাণ দিয়েছে। বিজেপি দলের সরকারের নেতৃত্ব তপশিলিদের ব্যাপক উন্নতি ঘটেছে ও আগামীদিনে ঘটবে তিনি আশাবাদী।

তাপাঙে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা বিজেপিতে  

বক্তব্যে বিধায়ক কৌশিক রায় বলেন, শিলচর লোকসভা বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তপশিলি জাতির পূর্ণ সমর্থন রয়েছেন, তিনি  বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় সাংসদ হবেন, এতে কোনো সন্দেহ নেই। এ দিন  অন্যান্যদের মধ্যে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন অমলকান্তি দাস, রফিজুল খান, বাবুল খান, শ্যামল দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News