শিলচরে মনোনয়ন দাখিল এসইউসিআই (সি) দলের প্রার্থী প্রভাসচন্দ্রের

শিলচরে মনোনয়ন দাখিল এসইউসিআই (সি) দলের প্রার্থী প্রভাসচন্দ্রের

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : শিলচর লোকসভা কেন্দ্রের এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী প্রভাসচন্দ্র সরকার মনোনয়নপত্র দাখিল করলেন। মঙ্গলবার বেলা ১ টায় দলের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয় থেকে প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে সেন্ট্রাল রোড, পার্ক রোড, দেবদূত পয়েন্ট হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছায়। সেখানে উপস্থিত জনগণের সামনে তিনি বলেন, এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। বিগত দশ বছর বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় থেকে শুধু কর্পোরেটদের সেবা করেছে। এর সবচেয়ে বড় প্রমাণ কর্পোরেটদের চাঁদা যা বর্তমানে ইলেকট্রোরেল বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলো লাভ করে তার সিংহ ভাগ পেয়েছে বিজেপি দল। ফলে তাদের স্বার্থে কাজ করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ জীবনদায়ী ওষুধ, শিশু খাদ্য ইত্যাদি অগ্নিমূল্য হয়েছে। তাছাড়া তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। গোটা দেশের মানুষ আজ উপলব্ধি করতে পারছেন যে বিজেপি দল পুনরায় ক্ষমতায় এলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত থাকবে না।

তিনি বলেন, শিলচর লোকসভা কেন্দ্রের বিগত নির্বাচনগুলিতে জয়ী সাংসদরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে শিলচর লোকসভা কেন্দ্রের সমস্যা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তাদের অকর্মণ্যতার ফল ভোগ করেছে শিলচরের জনগণ। ২০২২ সালের প্রলয়ংকরী বন্যা তার সবচেয়ে বড় প্রমাণ।

শিলচরে মনোনয়ন দাখিল এসইউসিআই (সি) দলের প্রার্থী প্রভাসচন্দ্রের

দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী প্রভাসচন্দ্র সরকার বামপন্থী আন্দোলনের একজন লড়াকু সৈনিক। শিলচর-লামডিং ব্রডগেজ লাইন দ্রুত সম্প্রসারণ, এনআরসি নবায়নের নামে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেয়া, কৃষকদের নানা সমস্যা ইত্যাদি নিয়ে গড়ে উঠা আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীর সঙ্গে রিটার্নিং অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী, জেলা কমিটির দুই সদস্য সুব্রত চন্দ্র নাথ ও হিল্লোল ভট্টাচার্য। এছাড়াও মিছিলে যোগ দেন অধ্যাপক ড. অজয় রায়, মাধম ঘোষ, লক্ষীচরণ আকুড়া, দুলালী গাঙ্গুলি, বিজিতকুমার সিনহা, পরিতোষ ভট্টাচার্য, দিলীপ নাথ, সজলকান্ত দাস, খাদেজা বেগম লস্কর প্রমুখ।

Author

Spread the News