কমলাসাগরে পৌঁছে ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ লোক‌দের খোঁজ নি‌লেন মুখ‌্যমন্ত্রী সাহা

কমলাসাগরে পৌঁছে ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ লোক‌দের খোঁজ নি‌লেন মুখ‌্যমন্ত্রী সাহা

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ‌ত্রিপুরার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেম্বুতলি, চাম্পামুরা সহ বিভিন্ন এলাকায় বিধ্বংসী ঝড়ে বহু মানু‌ষের বা‌ড়ি ঘর সহ বাগা‌নের ব‌্যাপক ক্ষ‌তিগ্রস্থ হয়েছে। সোমবার লেম্বুতলি এলাকায় পৌ‌ঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোক‌দের খোঁজ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এতে মুখ্যমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় মহকুমাশাসক রাকেশ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা।

এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবা‌রের লো‌কেরা কান্নায় ভেঙ্গে পড়েন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেও দুঃখ প্রকাশ করেছেন। প‌রে তি‌নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য পাই‌য়ে দেবার আশ্বাস ‌দেন।

Author

Spread the News