মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শ্রীভূমিতে অনুষ্ঠিত হল বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতা) আইন বিষয়ক এক বিশেষ সচেতনতা অনুষ্ঠান। শ্রীভূমি আইনজীবী সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা দায়রা আদালতের বিচারপতি এএসবি লস্কর, মুখ্য বিচারপতি সহ বিদুষী আচাৰ্য এবং একাধিক সম্মানিত বিচারপতি। আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে।
অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে নতুন বিএনএস আইনের বিভিন্ন ধারা, আইনটির প্রয়োগ পদ্ধতি, পরিবর্তন ও এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন মাননীয় বিচারপতিরা।
এই আলোচনায় বিশেষভাবে আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী ও লেখকদের উদ্দেশ্যে বলা হয় যে, নতুন আইনের যথাযথ জ্ঞান ও প্রয়োগ ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনের পরিবর্তন সম্পর্কে আইনজীবী ও সংশ্লিষ্ট সকলের সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সমগ্র অনুষ্ঠানটি ছিল তথ্যবহুল, শিক্ষামূলক ও তাৎপর্যপূর্ণ।



