বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের ‘বসন্তের রঙে রাঙাও’ বসন্ত উৎসব অনুষ্ঠিত
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : প্রতি বছরের মতো এবারও বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব বসন্ত উৎসব আয়োজন করেছে। সোমবার বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে দোল পূর্ণিমার পূন্যলগ্নে ‘বসন্তের রঙে রাঙাও’ শীর্ষক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাব প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে আসছে।
এদিন ‘বসন্তের রঙে রাঙাও’ উৎসবে মোট ৪৭ জন কচিকাঁচা শিশু শিল্পী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন ছিল বিশেষ ভাবে সক্ষম।
অনুষ্ঠানে নটরাজ নৃত্যালয় প্রতিবারের মতন এবারেও সক্রিয় ভূমিকায় ছিল এবং দেবশ্রী দেব রক্ষিতের তত্ত্বাবধানে অনবদ্য কিছু নৃত্য প্রদর্শন করে ছাত্রীরা। এছাড়াও শর্মিষ্ঠা দাশ পাল (নুপুর)- এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মুগ্ধ করে দেয় সকলকে৷ এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নিজের প্রতিভা তুলে ধরে। এদিন অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী পরিমল পুরকায়স্থের সঙ্গীত পরিবেশন। এতে তালে তাল মেলান কচিঁকাচা শিশু শিল্পীদের সঙ্গে অভিভাবকরাও।
অনুষ্ঠান শেষে সবার মধ্যে শংসাপত্র বিতরন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব অনুষ্ঠান সার্বিকভাবে সফল করে তোলায় সকলকে ধন্যবাদ জানান। এদিন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা জয়ন্তিকা ভট্টাচার্য দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুশীল কুমার কর, সহ সভাপতি সুবীর দেব, সহকারী সম্পাদক দেবাশিস পুরকায়স্থ ও জয় দেব, উপদেষ্টা নীহার রঞ্জন পাল, অনন্ত কুমার ধর , মনোতোষ পাল, কৃষ্ণা দেব, বাচ্চু ধর, জয়প্রকাশ কুর্মি, কুনাল দেব প্রমুখ। সবশেষে অম্বিকেশ্বর শিব মন্দিরের পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।