মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : রাষ্ট্রীয় যুব দিবস উপলক্ষে শিবেরগুল এলাকায় উৎসবমুখর পরিবেশে দিনভর নানা কর্মসূচির আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর শিবেরগুল শাখা। ভারতের মহান দার্শনিক ও যুবসমাজের অনুপ্রেরণার প্রতীক স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে খেলাধুলা ও আদর্শচর্চার সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায়।
দিনের শুরুতে এবিভিপি শিবেরগুল শাখার উদ্যোগে একটি চার দলীয় আন্তঃস্কুল ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। ফাইনালে মুখোমুখি হয় মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল ও স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুলের দল। শিবেরগুল স্কুলের দল বিজয়ী হয়। অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব ও পারফরম্যান্সের প্রশংসা করা হয়।
সন্ধ্যায় কর্মসূচির দ্বিতীয় পর্বে বাজারিছড়ায় অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এবিভিপি সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও এই অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাধারা ও যুবসমাজ গঠনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে আত্মবিশ্বাস, চরিত্রগঠন ও দেশসেবার বার্তার ওপর গুরুত্বারোপ করেন।
এ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারীছড়া থানার অফিসার ইনচার্জ বিশ্বজ্যোতি দোয়ারী বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি শিবেরগুল শাখার সহ-সভাপতি নিটন সেন ও প্রদীপ দেবনাথ, জন্মজিৎ দাস, শিক্ষক সুমিত পাল, কনক আচার্য, বিনয় চৌহান, শাখার সম্পাদক কপিল পালসহ প্রদীপ দাস, প্রসন্ন আচার্য, বিশ্ব চন্দ, পম্পি সুকলবৈদ্য, মমতা চক্রবর্তী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা।



