আমড়াঘাটে সরস্বতী বিদ্যানিকেতনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বর্ণাঢ্য অনুষ্ঠান

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আমড়াঘাটের সরস্বতী বিদ্যা নিকেতনে আজ অত্যন্ত ভাবগম্ভীর ও সুশৃঙ্খল পরিবেশে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃ ভারতীর প্রমুখ গীতা চন্দ, বিদ্যালয়ের সম্পাদক প্রদীপ দাস, সহ-সম্পাদক বিনয় ভূষণ শুক্লবৈদ্য, সদস্য প্রসেনজিৎ বর্মন, অভিভাবক অলক দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল অভিভাবকবৃন্দ, গুরুজন মণ্ডলীগণ, সম্মানীয় আচার্য ও আচার্যা দাদাভাই-দিদিভাই, প্রাক্তন ছাত্রছাত্রী, অসংখ্য শুভানুধ্যায়ী ব্যক্তি এবং বিদ্যালয়ের সকল বিদ্যার্থী ভাই-বোন।

অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত স্বদেশী সংকল্প দৌড় এর মাধ্যমে। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পথসঞ্চালন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রায় বিদ্যালয়ের বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ের বিদ্যার্থী ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খাসি, ডিমাসা ও সাঁওতাল সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, যা অনুষ্ঠানে এক অনন্য বৈচিত্র্য ও ঐক্যের বার্তা তুলে ধরে।

এরপর অনুষ্ঠিত হয় বৌদ্ধিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষে কল্যাণ মন্ত্র পাঠ ও “ভারত মাতা কি জয়” ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *