জলসেচ বিভাগের সচিব জিসি রাজকুমারকে বিপুল সংবর্ধনা সোনাইয়ে
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ছাত্র তথা রাজ্যের জলসেচ বিভাগের মুখ্য প্রকৌশলি গোপাল সানা রাজকুমার বিভাগের সচিব পদে পদোন্নতি লাভ করায় স্কুলের প্রাক্তনীরা তাকে বিপুলভাবে সংবর্ধনা জানাল। রবিবার সোনাই ক্লাব ভবনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তজমুল আলি মজুমদারের পৌরোহিত্যে এলাকার বিশিষ্ট ব্যক্তি ,স্কুলের শিক্ষক এবং প্রাক্তনীদের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।আয়োজকদের পক্ষ থেকে অভিজ্ঞান, পশমী চাদর, সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও সোনাই এনজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাতাব উদ্দিন লস্কর ও আর এফ কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সির কর্মকর্তা আওলাদ হোসেন লস্কর সহ আরও কয়েকজন প্রাক্তনী তাঁকে উত্তরীয় ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনার জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জলসেচ বিভাগের সচিব গোপাল সানা রাজকুমার প্রাক্তনীরা তাঁর সম্মানে এই সংবর্ধনা আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিভাগে একজন সহাকারী বাস্তুকার হিসেবে চাকরিজীবন শুরু করে পর্যায়ক্রমে পদোন্নতি লাভ করে বিভাগের সচিব হতে পারায় এই স্কুলের শিক্ষাগুরুতের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, অতিরিক্ত মুখ্য বাস্তুকার থেকে মুখ্য বাস্তুকার পদোন্নতি লাভ করার পর পরিবারের লোকদের বলেছিলেন, এতদিন চাকরি করেছি পরিবারের জন্য এবার যেহেতু বিভাগের সর্বোচ্চ পদ লাভ করেছি আগামী দুতিন বছর শুধু সরকারি দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকবেন। সত্যি নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ভগবান তাঁর প্রতি সদয় হওয়ায় সম্প্রতি তিনি বিভাগীয় সচিব পদে পদোন্নতি লাভ করতে সক্ষম হয়েছেন। এছাড়াও সরকার তাঁর প্রতি আস্থা রেখে একই সঙ্গে মুখ্য বাস্তুকার ও সচিব পদ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তিনি তাঁর দায়িত্ব পালনে গুরুজন এবং প্রাক্তনীদের আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন।
সভায় অধ্যাপক নয়নচান্দ সিংহ গোপাল সানা রাজকুমারের পারিবারিক পরিচয় সহ তাঁর সংগ্রামী জীবনের নানাদিক তুলে ধরেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনাই এনজি হায়ার সেকেন্ডারির অধ্যক্ষ মাতাব উদ্দিন লস্কর। সভাপতি তজমুল আলি মজুমদার সোনাই এনজির এক প্রাক্তনীর সাফল্যে এলাকার মুখ উজ্জ্বল হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে আরও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তনী মিলন উদ্দিন লস্কর। ধন্যবাদ জ্ঞাপন করেন চেরাগ আলম লস্কর। অনুষ্ঠানকে সার্থক করে তুলতে বিশেষ ভূমিকা নেন প্রাক্তনী শিরুমনি লস্কর, সামসুল হক লস্কর, সামসুল হক বড়ভূইয়া প্রমুখ। সংবর্ধনা সভায় মঞ্চে অন্যান্যদের মধ্যে ছিলেন মজনুল হক মজুমদার। উল্লেখ্য, এই সংবর্ধনা শেষে সোনাই এনজি র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত মনির উদ্দিন লস্কর ও লোক গবেষক তুষারকান্তি নাথের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করে উভয়ের আত্মার চিরশান্তি কামনা করা হয়।