‘লাচিত-১’ উৎক্ষেপণ, উত্তর-পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফল

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : অসম তথা উত্তর-পূর্ব ভারতের বিজ্ঞান ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায়। সোমবার উত্তর-পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণ করা হয়েছে অসমে নির্মিত একটি কৃত্রিম উপগ্রহ। সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয় ‘লাচিত-১’। গুয়াহাটিস্থ অসম ডনবস্কো বিশ্ববিদ্যালয় এই উপগ্রহটি নির্মাণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। ইসরোর PSLV-DL-C62 রকেটের মাধ্যমে ‘লাচিত-১’ উৎক্ষেপণ করা হয়।
আগামী ১২ মাস ধরে এই উপগ্রহটি বায়ুমণ্ডল ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ ও পর্যবেক্ষণ করবে। বায়ুমণ্ডলীয় দূষণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে ‘লাচিত-১’। অসম ডনবস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় নির্মিত এই উপগ্রহের মহাকাশে উৎক্ষেপণের খবরে রাজ্যবাসী আনন্দিত।

মহাবীর লাচিত বরফুকনের নামে নামকরণ করা এই উপগ্রহটি আজ সকাল ১০টা ১৭ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর PSLV-C62 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। ১২ মাস ধরে ‘ইন্টারনেট অব থিংস’ (IoT) প্রযুক্তি ব্যবহার করে এই উপগ্রহটি উত্তর-পূর্ব ভারতের বায়ুমণ্ডলীয় দূষণ, তাপমাত্রা, আর্দ্রতা, বন্যা, ভূমিক্ষয়সহ অন্যান্য পরিবেশগত সূচক সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *