মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : শ্রীভূমি জেলার স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবায় বহু বছর ধরে নিষ্ঠা, পরিশ্রম ও কর্মদক্ষতার ছাপ রেখে যাওয়া অভিজ্ঞ স্বাস্থ্য আধিকারিক ডাঃ মতীন্দ্র সূত্রধর-কে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক হিসেবে পদোন্নতি দিয়েছে। ১৪ নভেম্বর কমিশনার-সচিবের নির্দেশ জারি হতেই স্বাস্থ্য মহলে আনন্দ ও অভিনন্দনের জোয়ার উঠে।
এর আগে তিনি শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মক্ষমতা, মানবিকতা এবং প্রশাসনিক দক্ষতাকে স্বীকৃতি দিতেই দপ্তরের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, শ্রীভূমি জেলার বর্তমান জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালিকা ডাঃ সুমনা নাইডিং বদলি হয়েছেন হোজাই জেলায়। ডাঃ মতীন্দ্র সূত্রধরের স্বাস্থ্যসেবায় পথচলা শুরু ১৯৯০ সালে, বাজারিছড়া সাবসিডিয়ারি হেলথ সেন্টারে মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার–১ হিসেবে যোগদানের মাধ্যমে। কর্মজীবনের প্রথম ১৪ বছরেই তিনি স্থানীয় মানুষদের কাছে এক বিশ্বস্ত চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। দায়িত্বনিষ্ঠা ও সেবাপরায়ণতার জন্য তিনি দ্রুতই স্বাস্থ্য দপ্তরের নজরে আসেন।
২০০৪ সালে পদোন্নতি পেয়ে তিনি সিনিয়র মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার হিসেবে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন। সেখানে টানা ১২ বছর তিনি নিরলসভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন। তার দক্ষ ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রমে উন্নতি লক্ষ্য করা যায়।
২০১৬ সালে তিনি পাথারকান্দি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে ডেপুটি সুপার পদে যোগ দেন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রোগীসেবার মান বৃদ্ধি এবং সামগ্রিক প্রশাসনিক তদারকিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সহকর্মীরা জানান।
পরে, ২০২৩ সালে তিনি শ্রীভূমি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জেলার প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকাকরণ, মাতৃ-শিশু স্বাস্থ্য কর্মসূচি প্রভৃতিতে তার কর্মকুশলতার প্রশংসা করেন জেলার বহু কর্মকর্তা।
ডাঃ মতীন্দ্র সূত্রধরের মূলবাড়ি শ্রীভুমি জেলার পাথারকান্দির বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়া এলাকার কালাছড়ায়। এলালার স্থানীয় মানুষ তাকে শুধু একজন চিকিৎসক নয়, একজন সহজ-সরল, সহানুভূতিশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে চেনেন। তার পদোন্নতিতে বাজারিছড়া থেকে শুরু করে পাথারকান্দি ও শ্রীভূমি জেলার বিভিন্ন মহল থেকে অভিনন্দনের ঢল নেমেছে।
শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলার জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের দায়িত্বভার গ্রহণ করেন। জেলার স্বাস্থ্য ব্যবস্থায় আরও আধুনিকতা, স্বচ্ছতা ও জনমুখী সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন দপ্তরের সূত্র।
জেলার স্বাস্থ্যক্ষেত্রে তার অভিজ্ঞতা, দূরদৃষ্টি এবং মানবিকতা নতুন অধ্যায়ের সূচনা করবে এমনটাই আশা করছেন স্বাস্থ্য মহল।


