ঘুষ : যোরহাট ট্রেজারি অফিসের এক মহিলা কর্মচারী গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ঘুষ নেওয়ার এমন কিছু কর্মচারীর মানসিকতার কোনও পরিবর্তন নেই। দেশের দুর্নীতি দমন ও তদারকি ইউনিট (এসিএসইউ) ঘুষ নেওয়ার অভিযোগে যোরহাটে ট্রেজারি অফিসের এক মহিলা কর্মচারীকে গ্রেফতার করেছে। ধৃত মহিলা কর্মচারী হলেন যোরহাট ট্রেজারি অফিসের জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট মুনমুন সেন। সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনস্থ জেলা সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদের বিল পরিশোধের নামে তিন হাজার টাকা দাবি করেন মুনমুন সেন।
ঘুষ দেওয়ার সময় ভুক্তভোগীকে দুর্নীতি দমন ও মনিটরিং শাখা (এসিএমবি) গ্রেফতার করেছিল। ঘটনাটি ঘটেছে দুপুর ১২টার দিকে যোরহাট ট্রেজারি অফিসারের অফিসে। গ্রেফতার হলেন বিভাগের জুনিয়র অ্যাকাউন্টেন্ট সহকারী মুনমুন সেন। যিনি অফিসে যোগদানের পর থেকে বিভিন্ন অজুহাতে লোকজন ও সরকারি কর্মচারীদের কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। গতকাল দুর্নীতি দমন ও তদারকি শাখা (এসিএসবি) থেকে টাকা নেওয়ার সময় সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদেরও আটক করা হয়। দুর্নীতি দমন ও মনিটরিং ব্রাঞ্চ (ACMB) মুনমুন সেন নামে এক মহিলা কর্মচারীকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে তাকে গুয়াহাটিতে নিয়ে যায়।