মিজোরামের খাদে লরি, মৃত্যু লায়লাপুরের চালকের

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : মিজোরামের লুংলে জেলার ইম্পালবস্তি এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল লায়লাপুরের এক লরি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে সড়ক নির্মাণ সংস্থা এবিসিআই কোম্পানির একটি লরি  মিজোরাম রাজ্যের লুংলে জেলার ইম্পালবস্তি এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকার জাতীয় সড়ক থেকে কয়েক মিটার নিচে পড়ে লরিটি। এই দুর্ঘটনায় লায়লাপুর এলাকার হাওয়াইথাংয়ের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের ছেলে লরি চালক শিপন আহমেদ লস্কর ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া লরিতে থাকা ৩ জন এবিসিআই কোম্পানির শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবরে লুংলে পুলিশ ও ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। মৃত চালক ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এদিকে, শিপন আহমেদের মৃত্যুর খবরে দক্ষিণ ধলাইয়ে শোকের ছায়া নেমে এসেছে। শিপন আহমেদ রেখে গেছেন দুই অবুঝ মেয়ে সন্তান সহ স্ত্রী। ঘটনার খবর পেয়ে পরিবার পরিজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে গতকাল সন্ধ্যায় মিজোরামে পাড়ি দিয়েছেন তবে এপর্যন্ত তারা ফিরে আসেননি।

মিজোরামের খাদে লরি, মৃত্যু লায়লাপুরের চালকের

লায়লাপুরের গ্রুপ সদস্য আবুল হুসেন লস্কর এই ঘটনায় শোক ব্যাক্ত করে সংবাদমাধ্যমকে জানান, পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তির অকাল মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। তিনি মন্ত্রী তথা ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য,  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা আয়ক্তের দৃষ্টি আকর্ষণ করেন যাতে এই পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করা হয়। রাতে মৃতদেহ পৌঁছাবে বাড়িতে এবং আগামীকাল সকালে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

Author

Spread the News