রূমপ এর সাংস্কৃতিক শোভাযাত্রা শিলচরে, শনিবার থেকে নাটক প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রূপম এর সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা প্রাকমুহূর্তে সাংস্কৃতিক শোভাযাত্রা বের হল। শুক্রবার বিকেল চারটায় শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে বঙ্গ ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শামিল হয়েছিলেন আগামীকালের নাটকের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য, কবি-সাংবাদিক অতীন দাশ, সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় প্রমুখ।
এ বিষয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। উল্লেখ্য, আগামীকাল শনিবার থেকে রূপম এর ৪৩ তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গ ভবনে শুরু হচ্ছে