মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : জাতির পিতার চরম অপমানের অভিযোগ উঠেছে শ্রীভূমিতে। শ্রীভূমির একটি পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে জাতির পিতাকে ঝাড়ুদার রূপে আঁকা হয়েছে বলে অভিযোগ। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি চুন দিয়ে সেই ছবি মুছে ফেলার চেষ্টা করেন।
শ্রীভূমির কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ের বাইরে ‘স্বচ্ছতা সেবা’ স্লোগানের সঙ্গে জাতীয় পতাকা ও জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আঁকা ছিল। ওই ছবিতে মহাত্মা গান্ধীকে ঝাড়ু দিতে দেখা যায়। জাতির জনককে এইভাবে উপস্থাপন করাকে চরম অপমান বলে মনে করছেন অনেকেই। যদিও বর্তমান সরকার এমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করেছে, তবুও যিনি গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, তাঁকে পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে ঝাড়ুদার হিসেবে দেখানোয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সভাপতির প্রতিনিধি নিজাম হাসতে হাসতে বলেন, যিনি ছবিটি এঁকেছেন তিনি ভুল করেছেন। পরে আবার তিনি দাবি করেন, ছবিটি নাকি মহাত্মা গান্ধীর নয়। পঞ্চায়েত কার্যালয়ে জাতির জনকের এই অবমাননার ঘটনায় প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই এখন সকলের নজর।



