১২ মার্চ থেকে গণিত ও বিজ্ঞান বিষয়ে সাত দিবসীয় কর্মশালা শিলচরে

বরাক তরঙ্গ, ৯ মার্চ : প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞানের উপর ৭ দিনের কর্মশালা ড. কালাম ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড এডুকেশন। আগামী ১২ মার্চ থেকে শুরু হবে। সিবিএসই পড়ুয়াদের জন্য এই কর্মশালা শুরু হবে ২৭ শে মার্চ থেকে। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে এ কথা ঘোষণা করেন ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস এবং সুপ্রতিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন সেই ইনস্টিটিউটের অন্যতম উপদেষ্টা তথা শহরের সাংস্কৃতিক কর্মী সুব্রত রায় ছাড়াও সেই ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তাঁরা জানান, এই ইনস্টিটিউট থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রীরা আইআইটি, এনআইটি, ইন্ডিয়ান স্ট্যাটিসটিকেল ইনস্টিটিউট, মেডিক্যাল এন্ট্রান্সের মত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ছাত্রছাত্রীরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ভারতের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা পড়ার সুযোগ পেয়ে এই শহরের নাম উজ্জ্বল করে যাচ্ছে।

এই কর্মশালায় ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাই শুধু অংশ নিতে পারবে। সীমিত আসন সংখ্যা থাকার ফলে ইচ্ছুক ছাত্রছাত্রীরা শিলচর চার্চ রোডে ইনস্টিটিউটে অতিসত্বর যোগাযোগ করে নিজ নিজ নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হয়।

১২ মার্চ থেকে গণিত ও বিজ্ঞান বিষয়ে সাত দিবসীয় কর্মশালা শিলচরে

উল্লেখ্য, ছাত্রছাত্রীদের মধ্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞান বিষয়ের প্রতি ভয় দূর করতে ম্যাথমেটিক্স ও বিজ্ঞান শিক্ষাকে আরও সহজ থেকে সহজতর ও মনোগ্ৰাহী করে তুলতে শিলচরের ড. কালাম ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড এডুকেশন তাঁর জন্মলগ্ন থেকেই নিঃস্বার্থভাবে শিলচরের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। এই একমাত্র উদ্দেশ্যেকেই সামনে রেখে ড. কালাম ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড এডুকেশন।

Author

Spread the News