ঘাড়মুড়ায় জনজাতি গৌরব দিবস পালিত

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : জনজাতি নেতা বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে পক্ষ কালব্যাপী জনজাতি গৌরব দিবসের শেষদিনে শনিবার ঘাড়মুড়ায় পালন করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে ঘাড়মুড়ার বনবাসী কল্যাণ আশ্রমে জনজাতির কৃষ্টি সংস্কৃতি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিশনার অভিষেক জৈন ফিতা কেটে এই উৎসবের সূচনা করেন। এতে ভাষন দিতে গিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন জনজাতিদের ঐতিহ্য, ক্রীড়া ও সংস্কৃতি ভারত বর্ষের সংস্কৃতিকে ঋদ্ধ করেছে বলে মত  কাজ করেন। জনজাতিদের উন্নয়নে বর্তমান সরকার এবং হাইলাকান্দি প্রশাসন সব ধরনের কাজ করে যাচ্ছে বলেন জানান জেলা কমিশনার।

ডিডিসি এল্ডাড ফাইরিম  স্বাধীনতা সংগ্রামে জনজাতি সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। উৎসবে অন্যান্যদের মধ্যে অংশ নেন বিজেপি নেতা কল্যাণ গোস্বামী,মুণ স্বর্ণকার ও মিলন দাস। এছাড়া প্রীতম রিয়াঙ, লালনূনতারা রানখোল, ওয়ারলেস খাসিয়া, ললতা শেখচিপ, লালরিনমা রাঙলঙ তাদের সম্প্রদায়ের পক্ষে বক্তব্য পেশ করেন। উৎসবে সংবর্ধনা দেওয়া হয় সাত জনকে। এরা হলেন রাজেশ চরকি, শৈল কুমার রিয়াঙ, প্রীতম রিয়াঙ,স্বামী বর্মন মিঠুন বর্মন, অয়ারলেস বর্মন, জীবন খাসি। প্রশংসাপত্র দেওয়া হয় আট জনকে। এরা হলেন মনেশচন্দ্র রিয়াঙ, প্রীতম রিয়াঙ, প্রহ্লাদ্ রিয়াঙ, সামসনেল রাঙখল, সুবেদার নান্নুপল রাংখল,   ড,.জন নান্নুআসুক রাঙখল,ওয়ারলেস খাসিয়া, জীবন খাসিয়া।

এই উপলক্ষে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা হয় ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবে গুজরাট থেকে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরীর পরিচালনায় সমগ্র দিন ব্যাপী উৎসবের সব অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *