বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : শিবসাগরের ডিমৌ এলাকার নিকটবর্তী নির্মীয়মান চার লেনের সড়কে শনিবার এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা ঘটে। নববধূ আনতে যাওয়ার সময় বিয়ের যাত্রী বহনকারী মোট ছয়টি গাড়ি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বর সাজিদ আহমেদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বরযাত্রীর পেছনে থাকা আরও পাঁচটি গাড়িও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিয়ের যাত্রীদের গাড়িগুলি সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে একটি ট্রাভেলার গাড়ি মাঝপথে আচমকা থামিয়ে দেওয়ায় পেছন থেকে আসা গাড়িগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। নির্মীয়মান সড়ক হওয়ায় রাস্তার অবস্থা ভালো না থাকাও দুর্ঘটনার একটি কারণ বলে মনে করা হচ্ছে।
এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন বিয়ের যাত্রী সামান্য আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিমৌ থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।



