লায়ন্সের গণবিবাহে ১১ যুগল বন্ধনে আবদ্ধ হল

বরাক তরঙ্গ, ৩ মার্চ : সংগঠনের প্রয়াত সদস্য অমরনাথ খাণ্ডেলওয়ালকে স্মরণের মাধ্যমে ২০তম গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের। রবিবার এই অনুষ্ঠানে কাছাড় জেলার ১১ যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রতিবছরের মত এবারও বিয়ের অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। প্রীতিভোজ থেকে শুরু করে নাচগান, সবকিছুই ছিল এবারের অনুষ্ঠানে। 

সদস্যরা জানিয়েছেন, দুই দশক আগে এই অনুষ্ঠান শুরু করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অমরনাথ খাণ্ডেলওয়াল। তারা বলেন, ‘তাঁর প্রয়াণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং যে জায়গা খালি হয়েছে সেটা পূরণ হবার নয়। আজ অনুষ্ঠানে প্রত্যেকেই তাঁকে স্মরণ করেছেন। গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছি।

লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর অধীনে থাকা লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে অরিন্দম ভট্টাচার্য বলেন, ‘দুই দশক ধরে আমাদের এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবং এক বছর প্রায় ৩৫টি বিয়ে হয়েছে। এবার জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আবেদন করেছিলেন এবং শেষমেষ ১১টি যুগলকে নিয়ে অনুষ্ঠানটি হচ্ছে। আমরা বেশ কিছু দিক যাচাই করে এরপর তাদের আবেদন গ্রহণ করেছি। শুধু বিয়ের আয়োজন নয়, বিয়েতে যেসব উপহার প্রয়োজন, সবকিছু এদের দেওয়া হবে। তাদের পরিবারের লোকেরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং শহরের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবছরের মত এবারও এই বিয়ের অংশ হয়েছেন। এখন আমাদের এই গণবিবাহ সামাজিক উৎসবে পরিণত হয়েছে যেখানে সবাই মিলে আনন্দ করেন।’

লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি অলকমোহন বনিক জানিয়েছেন, গত দুই দশকে ৩৯৬টি যুগলকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করেছেন তাঁরা। তিনি বলেন, ‘মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্যই আমাদের এই প্রচেষ্টা। অতীতে যারা গণবিবাহের মাধ্যমে পরিবার শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকে আজ এসেছেন, সঙ্গে তাদের সন্তানদের নিয়ে এসেছেন। তাদের দেখে আমরা আনন্দিত।’

Author

Spread the News