লড়াইয়ে দ্বিতীয় দিনের মতো অচল হাইতি
৩ মার্চ : হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কয়েকটি সশস্ত্র গ্যাং। গ্যাং এবং নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে দ্বিতীয় দিনের মতো অচল হাইতি। রাজধানী পোর্ট-অ-প্রিন্স শহরের আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি কারাগারের কাছে ভারি বন্দুকযুদ্ধ চলছে। কুখ্যাত এক গ্যাং নেতা মানুষকে বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, “যতদিন প্রয়োজন যুদ্ধ চলবে”।
হাইতির গ্যাং নেতা জিমি চেরিজিয়ার শুক্রবার একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি হেনরিকে অপসারণের চেষ্টা চালিয়ে যাবেন। বারবিকিউ নামেও পরিচিত এই গ্যাং নেতা বলেন, “যুদ্ধ যতদিন দরকার ততদিন চলবে। আমরা এরিয়েল হেনরির সঙ্গে লড়াই চালিয়ে যাব। জামানত সংক্রান্ত ক্ষতি এড়াতে, বাচ্চাদের বাড়িতে রাখুন।”