শিলচরেও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ
হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মার্চ : সারা অসমে চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যয্য দাবি দাওয়ার ভিত্তিতে আন্দোলন। হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা অসমের বিভিন্ন জেলার প্রজেক্ট গুলোতে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সরকার দাবিগুলির সুরাহা না করা পর্যন্ত এই আন্দোলন চলবে এমন অঙ্গীকার নিয়ে আন্দোলনের ময়দানে নেমেছেন কর্মীরা।
একই ভাবে কাছাড়ের বিভিন্ন প্রজেক্ট সহ শিলচরেও সহস্রাধিক কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন। অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার নেতৃত্বের সঙ্গে রয়েছে সিটু। শনিবার শিলচর শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ নেন সিটুর জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়া সহ অন্যান্য বামনেতা।
বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার পক্ষে দিপ্তী সিনহা, সুপ্রিয় ভট্টাচার্য ও রেজামন্দ আলি বড়ভূইয়া। তাঁরা বক্তব্যে বর্তমান সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। বলেন, সরকার নেতৃত্বের সঙ্গে আলোচনার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন সাম্মানিক বৃদ্ধি, সামাজিক সুরক্ষা সহ সমস্ত দাবি মেনে নেবেন কিন্ত পরবর্তীতে পিছিয়ে যান। তাঁরা বলেন, প্রকল্প কর্মীদের অস্তিত্ব রক্ষায় তীব্র আন্দোলনের কোন বিকল্প নেই।
এ দিন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা বিভিন্ন দাবিতে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে অফিসপাড়া। বিক্ষোভ শেষে জেলা আয়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়।