শরীরে গাঁজার প্যাকেট বেধে পাচার, চুরাইবাড়িতে আটক বিহারের দুই যুবক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রয়ারি : এবার ব্যাগ বা সুটকেস নয় একেবারে অভিনব কায়দায় যাত্রী সেজে বিশেষ কৌশলে নিজের শরীরে গাঁজার প্যাকেট বেধে ত্রিপুরা থেকে অসম হয়ে বহির্রাজ্যের পাচারের মুখে চুরাইবাড়ি অসম পুলিশের তল্লাশিতে ধরা পড়ল দুই যুবক। ধৃতরা হল সৌরভ কুমার ও তুফানি পাশোয়ান। তাদের বাড়ি বিহারে রাজ্যে। গেছে মঙ্গলবার বিকালে ত্রিপুরার রাজধানী শহর আগরতলা থেকে অসমের রাজধানীর শহর গুয়াহাটিগামি একটি নৈশ্য বাসের যাত্রী বেশে গাঁজা নিয়ে নিজ গন্তব্যে পৌছার মতলবে ছিল ধৃত দুই যুবক। গাড়িটি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে অসম সীমান্তে প্রবেশের মুখে চুরাইবাড়ি নাকা চেকিং পয়েন্টে পৌছলে চেকিং পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা বাসে রোটিন তল্লাশি চালায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুই যুবকের হাবভাব দেখে পুলিশের সন্দেহ হলে গেট ইনচার্জ প্রণব মিলি পুলিশকর্মীদের নিয়ে তল্লাশি করেন দুই যাত্রীকে।
দুই যুবককে তল্লাশি করলে তাদের শরীরে বাধা অবস্থায় মোট আট প্যাকেটে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মুল্য অনুমানিক পঞ্চাশ হাজার টাকার মত হবে বলে জানা গেছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রজু করে তদন্ত শুরু করেছে। বুধবার তাদের করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছেন চুরাইবাড়ি পুলিশের আইসি প্রণব মিলি।