জনতার হাতে ধরা পড়ল ক্রেতা সেজে সামগ্রী হাতিয়ে নেওয়া যুবক-যুবতী

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : কয়েকদিন থেকে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকায় ক্রেতা সেজে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিচ্ছিল একজোড়া যুবক-যুবতী। শেষপর্যন্ত  জনতার হাতে ধরা পড়ল তারা। সোমবার চানপুর বেলাকোণায় তাজ উদ্দিন নামের এক কাপড় দোকানদার ও সইদুল আলম দু’জনে পাকড়া করে ভাঙ্গারপার পুলিশে দুই  প্রতারককে তুলে দিলেন। প্রতারকদের নাম হল বিকাশ কুমাত দুবে ও সনম ত্রিবেদী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সইদুল আলম ভাঙ্গারপার পুলিশে একটি মামলাও রুজু করেছেন।

জানা যায়, বিভিন্ন দোকানে দু’জন ক্রেতা সেজে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেন। যাদের দেখলে প্রতারক বলে কেউ সন্দেহ করবে না। কেননা তাদের চলাফেরায় কোন ভাবে বোঝা সম্ভব নয়। আ  এই সুজোগ কাজে লাগিয়ে পশ্চিম শিলচর এলাকার বড়যাত্রাপুর জিপিতে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা তাদের অভিযান চালায়। এবং বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয়। প্রতারণার শিকার হওয়া বিভিন্ন ব্যবসায়ীরা প্রতারকদের পাকড়া করার জন্য ফাঁদ পেতেছিলেন। অবশেষে তাদের কমলা রঙের স্কুটি সহ দু’জন ধরা পড়ে গেলেন।

Author

Spread the News