মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ, চলবে পুজো
২৬ ফেব্রুয়ারি : জ্ঞানবাপীর (Gyanvapi Mosque) ‘তহখানা’য় পুজোর অনুমতিকে চ্যালেঞ্জ করে মসজিদ কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। অর্থাৎ জ্ঞানবাপীতে পুজো দিতে আর কোনও বাধা রইল না। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চে। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বারাণসীর জেলা ও দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটির করা আবেদন খারিজ করলেন বিচারপতি।
এবিষয়ে হিন্দু পক্ষের আইনজীবী প্রভাস পাণ্ডে জানান, তহখানায় পুজো করা নিয়ে বারাণসী জেলা আদালত যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে মুসলিম কমিটি এলাহাবাদ হাইকোর্টে যায়। সেই আবেদন এদিন খারিজ করে দেওয়া হয় উচ্চ আদালতে।
প্রসঙ্গত, পুজোর অনুমতি দিয়ে বারাণসী জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ। সেই মামলার শুনানিতে এদিন এমনটা জানিয়েছে আদালত।