এসবিআই জোনাল লেভেল স্পোর্টস মিট শুরু শিলকুড়ি এনআইটির ময়দানে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচর- (এনআইটি) এর ময়দানে শনিবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গুয়াহাটি জোনাল লেভেল স্পোর্টস মিটের জমকালো উদ্বোধন হয়েছে। শনিবার এসবিআই গুয়াহাটি শাখার জেনারেল ম্যানেজার প্রভাস বোস এবং জিএম অজিত কুমার পোদ্দার আনুষ্ঠানিক ভাবে স্পোর্টস মিটের সূচনা করেন। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন শাখা থেকে এসে অংশগ্রহণকারী পদাধিকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন। উদ্বোধনের মুহূর্তটি আরও রঙিন হয়ে ওঠে বিশিষ্ট নৃত্যশিল্পীদের অপূর্ব নৃত্য পরিবেশনের মাধ্যমে। এই নৃত্য অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে আসাম রাইফেলস এবং এনআইটি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শকের মধ্যে ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যাঙ্ক কর্মী এবং খেলোয়াড়রা, যারা এই উদযাপনকে উল্লাসময় করে তোলে।

প্রধান অতিথি প্রভাস বোস উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই স্পোর্টস মিটের আয়োজনের জন্য অজিত কুমার পোদ্দারকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। ব্যাঙ্কিং খাতের কর্মীরা দৈনন্দিন কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু এই ধরনের খেলার মাধ্যমে তাদের মানসিক চাপ কমবে এবং কাজে দ্রুতগতি আসবে। আমরা প্রত্যেক বছর এভাবে এই আয়োজনের ব্যবস্থা করব, যাতে কর্মীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন।” অজিত কুমার পোদ্দারও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বলেন, “এই মিট শুধু খেলা নয়, দলীয় মনোবল বাড়ানোর একটি প্ল্যাটফর্ম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *