১০ জানুয়ারি : হিমাচল প্রদেশের সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে কুপভির দিকে যাওয়া যাত্রীবাহী বাস আচমকাই হরিপুরধার গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর আসে।
দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ১৪ জনের মৃত্যু।আহত অন্তত ২০, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাংগ্রাহ ও দাদাহু হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। প্রাথমিক অনুমান পাহাড়ি রাস্তায় বরফের কারণে পিছলে গিয়েই এই দুর্ঘটনা। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে রাজস্থানের (Rajasthan) জয়পুর এলাকায় একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর রাস্তায় থাকা একাধিক ঠেলাগাড়িতেও ধাক্কা খায়। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে জয়পুরিয়া সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।



