বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : মরিগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা কৃষি বিভাগের উদ্যোগে ডিজিটাল শস্য সমীক্ষা-রবি ২০২৫-২৬ প্রসঙ্গে জেলা পর্যায়ের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। মরিগাঁও জেলা গ্রন্থাগারের সভাকক্ষে শুক্রবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি শুভারম্ভ করেন জেলা কৃষি আধিকারিক তপন কুমার ব্রহ্ম। ন’ডাল আধিকারিক কিশোর কলিতার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভারম্ভ করা জেলা কৃষি আধিকারিকে শস্য সমীক্ষায় নিয়োজিত সুপারভাইজার, সার্ভেয়ার এবং ভেরিফায়ারদের সাথে মতবিনিময় করেন, সেইসঙ্গে ডিজিটাল শস্য সমীক্ষার প্রয়োজনীয়তা, এর মাধ্যমে কৃষকরা কীভাবে উপকৃত হবেন সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সমীক্ষা চলাকালীন নিয়োজিত আধিকারিকদের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে সকল প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
এদিকে, অনুষ্ঠানে ডিজিটাল শস্য জরিপ-খারিফ ২০২৫ সালে প্রদত্ত বিশেষ অবদানের জন্য রাজ্যের মধ্যে স্থান দখল করা গৌতম পাঠককে সম্বর্ধনা জানানো হয়। কৃষি পরিদর্শক রাজেন ডেকা পরিচালিত আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে সিনিয়র কৃষি উন্নয়ন আধিকারিক মুসাহিদ ফারুকি, কৃষি উন্নয়ন আধিকারিক লোনা বরুয়া, জয়শ্রী তামুলিসহ কৃষি চক্র পর্যায়ের প্রশিক্ষকরা বিশদভাবে প্রশিক্ষণ প্রদান করেন। আজকের প্রশিক্ষণ কর্মসূচিতে সিনিয়র কৃষি উন্নয়ন আধিকারিক পদুম বরা, আতমার ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর হীরামণি দাস, মিডিয়া বিশেষজ্ঞ গৌতম কুমার নাথসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।



