কংগ্রেসে থেকে হিমন্ত সরকারের কাজে সমর্থন করব : কমলাক্ষ-বসন্ত

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : নয়া ফর্মুলা। রহা কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস বিজেপিতে যোগ না দিয়ে ঘনিষ্ঠতা বাড়িয়ে ছিলেন এবং সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রশংসা ও সমর্থন করেন। একই ফর্মুলার অনুসরণ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা বরাকের প্রতি নানা বঞ্চনার কথা বিধানসভায় তুলে ধরা কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মঙ্গলবার থেকে কংগ্রেস ত্যাগ করবেন কমলাক্ষ এমন চর্চা শুরু হয় রাজ্যজুড়ে। এরই মধ্যে কমলাক্ষ দে পুরকায়স্থ গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং থাকবেন। শুধু হিমন্ত সরকারের কাজের প্রশংসা ও সমর্থন করবেন। মঙ্গলদৈ বিধায়ক বসন্ত দাসও একই কথা উল্লেখ করেন।

বিধায়ক দল না ছাড়লেও প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

এ দিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কংগ্রেসের দুই বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন ছিল। এই গুঞ্জন কিছুটা সত্য প্রমাণিত করে উভয় বিধায়কই প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা ভবিষ্যতে বিরোধী দলে থাকা সত্ত্বেও সরকারকে সমর্থন করবেন।

কংগ্রেসে থেকে হিমন্ত সরকারের কাজে সমর্থন করব : কমলাক্ষ-বসন্ত

উল্লেখ্য, রহা কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাসও বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। পরে কংগ্রেস যখন উত্তর চেয়েছিল, কিন্তু শশীকান্ত আগের চেয়ে বিজেপি সরকারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এখন শশীকান্তের পথ অনুসরণ করছেন কমলাক্ষ ও বসন্ত দাস।

Author

Spread the News