বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : লঙ্কায় এক হৃদয়বিদারক ও ভয়ঙ্কর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। মৃত মহিলার নাম রুনু দাস। অভিযোগ, তাঁর স্বামী মনোরঞ্জন দাসই তাঁকে পুড়িয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোরঞ্জন দাসের দ্বিতীয় স্ত্রী ছিলেন রুনু দাস। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই সামান্য বিষয় নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও অশান্তি লেগেই থাকত। এরই জেরে ভয়াবহ এই ঘটনাটি ঘটে।



