নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন গৃহবধূ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয় রবিবার লোয়াইরপোয়া লঙ্গাই নদীতে। খবর পেয়ে এসডিআরএফ বাহিনী পৌঁছায়। বাহিনী অভিযানে নামলেও কোন সন্ধান পায়নি গৃহবধূর। জানা গেছে, বাড়ির লাগোয়া লঙ্গাই নদীতে স্নান করতে এসে আর ঘরে ফেরা হল না গৃহবধূ গায়ত্ৰী রবিদাসের (৩৫)। বাড়ি লোয়াইরপোয়াস্থিত ১৮ নম্বর লাইনে।
ঘটনার বিবরণে মহিলার স্বামী কানাইলাল রবিদাস জানান, তাঁর স্ত্রী ঘরে পূজা দেওয়ার জন্য এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ পাশ্ববর্তী লঙ্গাই নদীতে স্নান করতে যান। তখন তিনিও ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়ে স্ত্রী আসছে না দেখে নদীর পাশে স্ত্রীর খবরে গেলে স্ত্রীকে সেখানে দেখতে পাননি। তবে তাঁর সঙ্গে নিয়ে আসা কাপড় জলের বালতি নদীর ঘাটে রাখা ছিল। তখন কানাইলাল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাড়ির লোক সহ স্থানীয়দের ব্যাপারটি অবগত করান। পরে স্থানীয় কয়েকজন মিলে নদীতে নেমে খোঁজ করে মহিলার সন্ধান পাননি।
খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে করিমগঞ্জ এসডিআরএফ বাহিনীকে খবর দিলে তাঁরা সেখানে পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টা নদীর জলে নেমে উদ্ধার কার্য চালিয়ে গেলেও কোন সফলতা হাতে লাগেনি।