চিলিতে ভয়াবহ দাবানল, মৃত ৫১
৪ ফেব্রুয়ারি : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল। শনিবার প্রশাসন সূত্রে খবর, দাবানলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল আশপাশের শহুরে এলাকায় ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেখানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে ভয়াবহ দাবানলে হাজার হাজার হেক্টর জমি পুড়ে গেছে। দাবানলের কারণে ভালপারাইসো অঞ্চল কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ভিনা ডেল মার শহরের আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।