স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হবে : মুখ্যমন্ত্রী

১০ নভেম্বর : উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হবে। সোমবার এমনটাই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জাতির প্রতি শ্রদ্ধা ও গর্বের অনুভূতি জাগাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

এদিন গোরক্ষপুরে একতা যাত্রা এবং বন্দে মাতরম গণগান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘জাতীয় স্তোত্র বন্দে মাতরমের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তাই আমরা উত্তরপ্রদেশের প্রতিটি স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এটি গাওয়া বাধ্যতামূলক করতে চলেছি।’ পাশাপাশি যোগীর হুঁশিয়ারি, জাতি, অঞ্চল বা ভাষার নাম করে যারা সমাজকে বিভক্ত করার চেষ্টার বিরোধিতা করতে হবে আমাদের। এই বিভাজনগুলি নতুন জিন্না তৈরির ষড়যন্ত্রের অংশ। যা ভেস্তে দিতে হবে। তাঁর কথায়, ‘জনগণকে নিশ্চিত করতে হবে যে ভারতে যাতে আর কখনও কোনও নতুন জিন্নার আবির্ভাব না হয়।’

গত ৭ নভেম্বর ১৫০ বছর পূর্তি হয়েছে বন্দে মাতরমের। সেই উপলক্ষ্যে দিল্লিতে সারা দেশজুড়ে এক বছরব্যাপী উদযাপনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার কয়েকদিনের মধ্যেই এই ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ১৮৭৫ সালের ৭ নভেম্বর ‘বন্দে মাতরম’ গানটি রচনা করেছিলেন কিংবদন্তি কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *