বিকল্প সড়ক ও রেল পথের দাবিতে দিল্লি যাচ্ছে আকসা
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : কেন্দ্র সরকারের চলতি বাজেট অধিবেশনকে মাথায় রেখে আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে আকসার ৭ জনের এক প্রতিনিধি দল। শুক্রবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আকসা নেতা রূপম নন্দী পুরকায়স্থ।বিকল্প সড়ক ও রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারী ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে পৃথকভাবে দুটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিকল্প সড়ক না থাকার দরুন মেঘালয়ের উপর দিয়ে রাজধানী দিসপুর যেতে হলে ধ্বস প্রবণতা সহ বিভিন্ন সমস্যার দরুন বরাকের জনগণকে ঝুঁকি নিতে হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্র মহাড়কের কাজ শুরু করা হলেও হারাঙাজাও থেকে বালাছড়া পর্যন্ত সড়কের কাজ অদৃশ্য কারণে আজ অবধি চলাচলের উপযোগী হয়ে উঠতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রূপমবাবু। রেল ও সড়ক যোগাযোগের বিকল্প হিসেবে পৃথকভাবে দু’টি স্মারকলিপি প্রদান করার পর কেন্দ্র সরকার এগিয়ে আসলে আগামীতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ অন্যান্য রাজ্যে যাতায়াত করতে উপত্যকার জনগণ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন আকসা প্রমুখ রূপম নন্দী পুরকায়স্থ।