কলকাতার উপদূতাবাসের পরিষেবাও বন্ধ করল ঢাকা!

৮ জানুয়ারি : উত্তপ্ত বাংলাদেশ। দেশজুড়ে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার তত্ত্বকে ঢাল করে আসলে ভারত-বিরোধিতার পালেই হাওয়া দিতে চান ইউনুস। দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। কিন্তু এবার সেটাও বন্ধ করে দেওয়া হল। এর অর্থ ভারতীয় পর্যটকরা এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবেন না। কারণ, দেশের কোথাও আর এই পরিষেবা চালু নেই। তবে বিদেশমন্ত্রকের সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয়দের জন্য ‘এমপ্লয়মেন্ট ভিসা’ এবং ‘বিজনেস ভিসা’ দেওয়া এখনও চালু আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *