লক্ষীপুরের শিবটিলায় বিদ্যুৎ গ্রাহকদের একটি সভা
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির উদ্যেগে লক্ষীপুর মহকুমার অন্তর্গত শিবটিলায় বিদ্যুৎ গ্রাহকদের একটি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক কুঞ্জমোহন সিংহ এর সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান নির্মল কুমার দাস, রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য ও সমাজকর্মী জয় সিং।
বক্তারা প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা কেন গ্রাহকদের অর্থ লুঠের যন্ত্র তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পর বিল প্রদানের যে সুযোগ স্বাধীনতার পর থেকে ভোগ করে আসছিলেন তা প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা কেড়ে নেবে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের জন্য তা ভবিষ্যতে ভয়াবহ বিপদ নিয়ে আসবে।
প্রিপেড ব্যবস্থায় রিচার্জের টাকা ফুরিয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রিচার্জ না করতে পারলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ প্রদান করা হয় না। ফলে যারা হাজিরা খেটে সংসার চালায় তাদের পক্ষে এই ব্যবস্থায় বহু সময় টাকার অভাবে অন্ধকারে দিন যাপন করতে হবে। বক্তারা বলেন এই ব্যবস্থা বিদ্যুৎ পরিষেবা আইনের পরিপন্থী। তারা সবার কাছে স্মার্ট মিটার ব্যবস্থা গ্রহণ না করতে আহ্বান জানান। সভায় জয় সিংকে সভাপতি ও দিলীপ দুষাদকে সম্পাদক মনোনীত করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।