বাজারিছড়া জলসেচ প্রকল্পের কাজের সূচনা বিধায়ক কৃষ্ণেন্দুর

বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : বাজারিছড়া জিপির কালাছড়াতে জলসেচ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক পাল বক্ত‌ব্যে রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনার (এসএমআই) অধীনে এমন সাতটি জলসেচ প্রকল্প বরাদ্দ করেছেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য। কাজ গুলো খুব শীঘ্রই শুরু হবে। যার জন্য সরকারি ভাবে মোট বরাদ্ধ হয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার টাকা। আর কালাছড়া প্রকল্পটির মঞ্জুরীকৃত অর্থ হল ২ কোটি ৬৪ লক্ষ ৫৫ হাজার টাকা।

বিধায়ক বলেন, কৃষিক্ষেত্রে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রটি যাতে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে যেতে পারে এই লক্ষ্যে প্রকল্পগুলো মঞ্জুর করা হয়েছে। তাই তিনি এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিভাগীয় মন্ত্ৰী অশোক সিংঘলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন সভায় উপস্থিত বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত পাল বলেন, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনার আওতায় পাথারকান্দিতে মোট সাতটি প্রকল্প রয়েছে তার মধ্যে কালাছড়াতে হচ্ছে একটি। তি‌নি বলেন, আজ চারটি প্রকল্পের শিলান্যাস হয়েছে এবং পরবর্তীতে বাকি তিনটি প্রকল্পের শিলান্যাস হবে আগামী ২৭ তারিখ।

বাজারিছড়া জলসেচ প্রকল্পের কাজের সূচনা বিধায়ক কৃষ্ণেন্দুর

এদিনের অনুষ্ঠানে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার দীপক সিনহা সহ উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মী প্রভীর শীল, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপ‌তি হৃষিকেশ নন্দী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, বাজারিছড়া জিপির সহসভাপতি রজত নাগ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মাংলেম সিংহ প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News