বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : অসম, ত্রিপুরা ও ওড়িশার শিল্পীদের নিয়ে গঠিত ৩জি আর্টিস্ট গ্রুপ তাদের ত্রয়োদশ যৌথ চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী “ব্রাউন কাপ” নন্দন আর্ট গ্যালারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন করেছে। তিন রাজ্যের মোট ২১ জন শিল্পীর চিত্রকর্ম, ইনস্টলেশন ও ভাস্কর্য এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, যা আঞ্চলিক শিল্পের সমন্বিত অভিব্যক্তির এক অনন্য দৃষ্টান্ত বহন করেছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান কলাভবনের সংস্কৃতি অনুসারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। শিল্পতালিকা উন্মোচনের পর প্রধান অতিথি শ্রী শিশির সাহানা (চারুকলা বিভাগের অধ্যক্ষ, বিশ্বভারতী), বিশিষ্ট অতিথি অধ্যাপক নন্দ দুলাল মুখার্জি (প্রাক্তন কলাভবন অধ্যক্ষ) এবং সম্মানিত অতিথি অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস (প্রাক্তন কলাভন অধ্যক্ষ) শিল্পকর্ম পরিদর্শন করে ভূয়সী প্রশংসা জানান। কলাভবন ও শান্তিনিকেতনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিরা ভবিষ্যতে এ ধরনের যৌথ শিল্প উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করেন।

প্রদর্শনীতে অসমের শিল্পীদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। গৌতম ঘোষ ৭টি, সাগর রায় ৭টি, শিল্পী লুৎপুর রহমান ৩৮টি কাজসহ ইনস্টলেশন, ড. অনির্বাণ ধর ১টি, রাজশ্রী দত্ত চৌধুরী ১টি, সুরাইয়া পারভীন খান ১টি, জয়দীপ ভট্টাচার্য ৪টি চিত্রকর্ম এবং ড. রাজকুমার মাজিন্দর ইনস্টলেশন নিয়ে অংশ নেন। ত্রিপুরা থেকে ৪ জন এবং ওড়িশা থেকে ৯ জন শিল্পী তাদের সৃজনশীলতা যোগ করেন।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা সৌম্যরঞ্জন নায়েক, ড. রুমকি দত্ত পাডি, জয়দীপ ভট্টাচার্য ও হরে কৃষ্ণ পাল করেন। ৩জি আর্টিস্ট গ্রুপ একটি সীমান্তোত্তরণকারী শিল্পী সম্মিলন, যা তিন রাজ্যের শিল্পীদের মধ্যে সৃজনশীল বিনিময় ও সহযোগিতা প্রচার করে আসছে। এই প্রদর্শনী আঞ্চলিক শিল্পের একীভূত রূপ প্রকাশ করে শিল্পপ্রেমীদের মুগ্ধ করেছে।



