জাতীয় কন্যা দিবসে জেলার কৃতি ১০ মহিলা খেলোয়াড়দের সম্মাননা
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : জাতীয় কন্যা সন্তান দিবসে বিভিন্ন বিভাগে পারদর্শিতার ছাপ রাখা ১০ মহিলা খেলোয়াড়দের সম্মান জানালো জেলার স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে শিলচর উইম্যান্স কলেজে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃতিত্ব প্রর্দশনকারী ক্রীড়াবিদদের হাতে স্মারক তুলে দেন উপস্থিত অতিথিরা। সম্মান প্রাপক খেলোয়াড়দের মধ্যে জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন দিবিজা পাল, অনূর্ধ্ব ১৫ কাছাড় জেলা দলের অধিনায়িকা তথা রাজ্যস্তরের ক্রিকেটার মণি ভার্মা, রাজ্য দলের নিয়মিত তথা জাতীয় দলের ট্রায়ালে ডাক পাওয়া ক্রিকেটার উর্মিলা চ্যাটার্জি, রাজ্যস্তরের ফুটবলার কিরণ চৌহান ও মাঞ্জালি দাস, এবছরের জেলার সেরা আ্যথলিট সাবিনা বেগম, রাজ্যস্তরের অ্যথলিট কুটন গৌড়, রাজ্যস্তরের দাবাড়ু দেবারতি দে, জেলা তথা বরাকের একমাত্র মহিলা ক্রীড়া স্নাতকোত্তর সুফিয়া ইয়াসমিন লস্কর ও জাতীয় যোগ খেলোয়াড় স্বর্ণালী চৌধুরী।
অনুষ্ঠানে তাদের হাতে স্মারক তুলে দেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমনা নাইডিং, উইম্যান্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড০ সঙ্ঘমিত্রা দেবনাথ, অধ্যাপিকা ড০ অজন্তা দাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) -র ডাঃ অর্ক দেবকর, জেলা এন এইচ এমের কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডাঃ সুব্রত নন্দী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। অধ্যাপিকা অজন্তা দাস দিনটি উদযাপনের বিষয় নির্ভর এক ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাপূর্ণা বর্মন, দীপক সিনহা, প্রতিমা দাস সহ অন্যান্যরা।সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার বাপ্পা দেব।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হেল্থ এডুকেটর সঞ্জীব দাস। তাঁকে সহযোগিতা করেন এন এইচ এমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর। উল্লেখ্য, এর আগে এই দিবস উপলক্ষে শিলচরের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল অসামরিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উইমেন্স কলেজে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন কলেজ ছাত্রী, আশা কর্মী, এনসিসি সহ অন্যান্যরা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।