ব্যাটে-বলে অনবদ্য উদয়, জেতালেন রাধামাধব কলেজকে
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ কলেজ ক্রিকেটে বৃহস্পতিবার ব্যাট ও বলে অসাধারণ পারফরম্যান্স করে রাধামাধব কলেজকে জেতালেন উদয় দেবনাথ। তার অনবদ্য প্রদর্শনে পাথারকান্দি কলেজকে ৭ উইকেটে হারাল তাঁর দল। প্রথমে ব্যাট করে পাথারকান্দি কলেজ ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে। তাদের জুনাইব আহমদ ৫২, হুসেন আহমদ ২৩, সুরজিৎ দেবনাথ ও জাবির হুসেন ১১ রান করে করেন। উদয় দেবনাথ ১৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট লাভ করেন রোহন দাস, বিক্রম নাথ, সূরজ সাহা ও সমর দেবনাথ। জবাবে রাধামাধব কলেজ ১৫.৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৪৭ রান করে। এবার ব্যাট ঘুরিয়ে উদয় দেবনাথ অপরাজিত ৫৩ রান করেন। বিক্রম নাথ ৩৭ এবং সুরজ কুমার শর্মা ২২ রান করেন। অতিরিক্তের খাতা থেকে আসে ২৯ রান। বোলিংয়ে পাথারকান্দি কলেজের হয়ে একটি করে উইকেট লাভ করেন জুনাইদ আহমদ, দুলাল দাস ও মাহফুজ হুসেন।
জিসি কলেজ হারাল নেহরু কলেজকে____
এদিকে, বিশ্ববিদ্যালয় মাঠে দিনের প্রথম ম্যাচে জিসি কলেজ ৮ উইকেটে হারায় পয়লাপুলের নেহরু কলেজকে। নেহরু কলেজ ১৮.২ ওভারে ১০৪ রানে ফুরিয়ে যায়। তাদের আকাশ সাহা ৩৩, দেবাশিস ঠাকুর ১৪, রাজন নমঃশূদ্র ১৪ রান করেন। জিসি কলেজের অনুরাগ সিনহা ও বিশাল রুদ্রপাল তিনটি করে উইকেট নেন। এছাড়া রোহিত মিশ্র পেয়েছেন দুই উইকেট। জবাবে মাত্র ২ উইকেট খুইয়ে জিসি কলেজ ৯ ওভারে ১০৫ রান করে নেয় জিসি কলেজ। তাদের অমন সিং ৫১, বিবেক সিনহা ৩৪ রান করেন। বিপক্ষের অনুপম রাউত ২টি উইকেট দখল করেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।