রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : রাধামাধব কলেজের বাৎসরিক ক্রীড়া সপ্তাহের শুভারম্ভ হলো বৃহস্পতিবার। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ক্রিকেট সহ এথলেটিক্স এর বিভিন্ন ইভেন্টের শুভ সূচনা করেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডঃ কালীপদ দাশ ও সদস্য অধ্যাপক জীবন দাশ। এদিন রাধামাধব কলেজের মহিলাদের দুটি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও পুরুষ ও মহিলাদের ১০০ ও ২০০ মিটারের দৌড় প্রতিযোগিতা, শটপুট, ডিসকাস থ্রো, জেভলিন থ্রো, লং জাম্প সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

এদিন পুরুষের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে মোঃ জাহির খান, শুভ্রজিৎ দাস ও গৌরব কুর্মী এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে গোবিন্দ দাস, অভিষেক রী ও মোঃ জাহির খান। একই ভাবে মহিলাদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে সোনা রবিদাস, দিয়া চৌধুরী, অর্পিতা সিনহা এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে সোনা রবিদাস, প্রাচী দত্তরায় ও দিয়া চৌধুরী। অন্যদিকে ছেলেদের শটপুটে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে রোহন রায়, রাজ রবিদাস ও ওহম কাংলম। একই ইভেন্টে মহিলাদের হয়ে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে অর্পিতা সিনহা, মনীষা নাথ চৌধুরী ও দিপশিখা দে । ডিসকাস থ্রোতে পুরুষ বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে নিকন সিনহা, শুভদীপ মোদক ও গৌরব কুর্মী এবং মহিলা বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে অর্পিতা সিনহা, নয়নিকা দাস ও মনীষা নাথ চৌধুরী। তাছাড়া জেভলিন থ্রোতে পুরুষ বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে গৌরব কুর্মী, ওহম কাংলম ও রাজ রবিদাস এবং মহিলা বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে নেহা দাস, সুহানা আক্তার লস্কর ও মনীষা নাথ চৌধুরী। লং জাম্পে পুরুষ বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে গোবিন্দ দাস, শুভদীপ মোদক ও অভিষেক রী এবং মহিলা বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছে যথাক্রমে প্রাচী দত্তরায়, সোনা রবিদাস ও সুইটি পাল।

এদিন মহিলা ক্রিকেটে সোনা রবিদাসের অলরাউণ্ড প্রদর্শনের জন্য রাধামাধব কলেজ বি টিমের বিরুদ্ধে জয়ী হয়েছে রাধামাধব কলেজ এ টিম । সোনা রবিদাস ব্যাটে অনবদ্য ৪২ রান ও বল হাতে ৩ টি উইকেট দখল করতে সক্ষম হয়। বিরোধী বি টিমের প্রাচী দত্তরায় একটি দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। 

উল্লেখ করা প্রয়োজন যে, এদিনের খেলা পরিচালনা করতে সকাল থেকে সমস্ত দিনব্যাপী মাঠে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধামাধব কলেজ গেমস এণ্ড স্পোর্টস সেলের সদস্য রাজদীপ অধিকারী, রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ। আগামীকাল পুরুষদের ক্রিকেট ও মহিলা ফুটবল আয়োজনের কথা রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। 

Author

Spread the News